Header Ads

আমাদের সংসার ফুল মুভি ।। Aamader Sansar full movie download

 

Aamader Sansar full movie download

আমাদের সংসার ফুল মুভি ।। Aamader Sansar মুভিটির পরিচালনা  


মুভিটি পরিচালনা করেছেন  Kaushik Ganguly এবং এতে অভিনয় করেছেন   Srabanti Chatterjee, Prosenjit Chatterjee (পোস্ট এর শেষে মুভিটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে) মুভিটিতে প্রত্যেক চরিত্রর অভিনয় ছিলো চোখে পড়ার মতো। তাই মুভিটি ব্যাপক বাবসা সফল হয়। 



আমাদের সংসার ফুল মুভি ।। Aamader Sansar মুভিটির  কাহিনি সংক্ষেপ  


নকশালবাড়ি বিদ্রোহের পটভূমিতে নির্মিত, চলচ্চিত্রটি একটি যৌথ পরিবারকে কেন্দ্র করে যার মধ্যে রয়েছে এনকাউন্টার বিশেষজ্ঞ মৃন্ময় ঘোষ; তার স্ত্রী নয়নতারা এবং তাদের ছোট ছেলে যে তার রাজনৈতিক বিশ্বাসের জন্য তার বাবাকে ঘৃণা করে। পরিবারে রয়েছে কাবেরী, মৃন্ময়ের বোন এবং অমিও, তার স্বামী।


চলচ্চিত্রটি শুরু হয় যখন হাতিমারায় উষ্ণ মাথার পুলিশ অফিসার মৃন্ময় ঘোষ (কৌশিক সেন), যিনি তার এলাকায় নকশাল বিদ্রোহীদের শিকার করার জন্য পরিচিত, তার বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। অর্ঘ্য সেন (প্রসেনজিৎ), একজন কমনীয় মধ্যবয়সী ব্যাচেলর, যিনি মৃন্ময়ের ছেলে অমর্ত্যের আর্ট ক্লাস নেন, যখন রহস্য উন্মোচিত হয় তখন তাদের বাড়িতে যান। তার আগমনে, তিনি জানতে পারেন যে শুধুমাত্র মৃন্ময়কে হত্যা করা হয়নি, মৃন্ময়ের বোন কাবেরী ভট্টাচার্য (শ্রাবন্তী)ও নিখোঁজ রয়েছে।


নতুন অফিসার-ইন-চার্জ, প্রীতম সিং (ইন্দ্রনীল), রাজনৈতিকভাবে অস্থির যুগের মধ্যে অর্ঘ্য এবং মৃন্ময়ের পরিবারকে কাবেরীর সন্ধান করতে এবং মৃন্ময়ের হত্যার পিছনের সূত্রগুলিকে ডিকোড করতে সাহায্য করতে পারবেন? নাকি মাতাল এবং দায়িত্বজ্ঞানহীন গোয়েন্দা গোকুল দেবনাথ তদন্তকে লাইনচ্যুত করবেন এবং অপ্রত্যাশিত সত্যকে সামনে আনবেন?।। (পোস্ট এর শেষে মুভিটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে)  Aamader Sansar full movie download 720p)



আমাদের সংসার ফুল মুভি ।। Aamader Sansar মুভিটির নির্মাণ ব্যয় ও আয় 


মুভিটি 2 কোটি টাকা বাজেটে নির্মাণ করা হয়। সিনেমাটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয় হয়। সিনেমাটি প্রায় ৪ কোটি টাকার মতো আয় করে। যা এক কথায় অসাধারন।   Aamader Sansar full movie watch online 


আমাদের সংসার ফুল মুভি ।। Aamader Sansar মুভিটির রিভিউ IMDB 


মুভিটি IMDB তে ৮.০ রেটিং পেয়ে দর্শক চাহিদার তুঙ্গে রয়েছেন। তাছাড়া অনলাইন ও বেশ কিছু ফোরাম ও নিউজে এর আশানুরুপ রিভিউ দেখা গেছে।   Aamader Sansar movie IMDB  


ডাউনলোড বা দেখার নিয়ম 


https://drive.google.com/file/d/1QANv4v2rYuQDIA_IfRoeFiZ-iES5u16P/view         


 ← এই .লিংকটি.কপি করে নিয়ে যেকোনো ব্রউজারে যেমনঃ- Chrome , UCbrowser ইত্যাদি তে সার্চ করলেই এই মুভিটি পেয়ে যাবেন ।। 

No comments

Powered by Blogger.