অপরাজিত ফুল মুভি ১৯৫৪ ।। Aparajito 1954 full movie download
অপরাজিত ফুল মুভি ১৯৫৪ ।। Aparajito মুভিটির পরিচালনা
মুভিটি পরিচালনা করেছেন Satyajit Ray এবং এতে অভিনয় করেছেন কানু বন্দ্যোপাধ্যায়,করুণা বন্দ্যোপাধ্যায়,পিনাকী সেনগুপ্তা (পোস্ট এর শেষে মুভিটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে) মুভিটিতে প্রত্যেক চরিত্রর অভিনয় ছিলো চোখে পড়ার মতো। তাই মুভিটি ব্যাপক বাবসা সফল হয়।
অপরাজিত ফুল মুভি ১৯৫৪ ।। Aparajito মুভিটির কাহিনি সংক্ষেপ
অপরাজিত অপু ত্রয়ীর দ্বিতীয় চলচ্চিত্র। এটি ১৯৫৬ সালে সত্যজিৎ রায়ের নির্দেশনায় মুক্তি পায়। এই চলচ্চিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসের শেষ এক-পঞ্চমাংশ এবং অপরাজিত উপন্যাসের প্রারম্ভিক এক-তৃতীয়াংশের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।[১] ছবিতে অপুর শৈশব থেকে কৈশোরে পদার্পণ এবং কলকাতায় কলেজে পড়ার সময়কার গল্প তুলে ধরা হয়েছে। ছবিটি ১১টি আন্তর্জাতিক পুরস্কার জয় করে, যার মধ্যে আছে ভেনিস চলচ্চিত্র উৎসবের স্বর্ণ সিংহ পুরস্কার (পোস্ট এর শেষে মুভিটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে) Aparajito full movie download 720p)
দেবা ফুল মুভি ।। Deva মুভিটির নির্মাণ ব্যয় ও আয়
মুভিটি ২৫ হাজার টাকা বাজেটে নির্মাণ করা হয়। সিনেমাটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয় হয়। সিনেমাটি প্রায় ৮০ হাজার টাকার মতো আয় করে। যা এক কথায় অসাধারন। Aparajito full movie watch online
ডাউনলোড বা দেখার নিয়ম
https://drive.google.com/file/d/1V-g34RR1cgDwSKfwa5PKum_PAR1GXon2/view?usp=sharing
← এই .লিংকটি.কপি করে নিয়ে যেকোনো ব্রউজারে যেমনঃ- Chrome , UCbrowser ইত্যাদি তে সার্চ করলেই এই মুভিটি পেয়ে যাবেন ।।
No comments