ইনক্লাব ফুল মুভি । Inquilaab full movie download
ইনক্লাব মুভিটির পরিচালনা
মুভিটি পরিচালনা করেছেন Anup Sengupta, এবং এতে অভিনয় করেছেন Prosenjit Chatterjee,Arpita Pal,Chiranjit Chakraborty,Abhishek Chatterjee, (পোস্ট এর শেষে সিরিজটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে) মুভিটিতে প্রত্যেক চরিত্রর অভিনয় ছিলো চোখে পড়ার মতো। তাই মুভিটি ব্যাপক বাবসা সফল হয়। Inquilaab movie google drive link
ইনক্লাব মুভিটির (Inquilaab) কাহিনি সংক্ষেপ
মুরারীমোহন দত্ত (দেবশ রায় চৌধুরী) ছিলেন আদর্শ নগরের সন্ত্রাস। পুলিশ পরিদর্শক অবিনাশকে (চিরঞ্জিত) আদর্শ নগরে বদলি করা হয়েছে। অবিনাশের পরিবার ছিল তার স্ত্রী মনীষা (পিয়া দাস), দুই ভাই অভিজিৎ (প্রসেনজিৎ)। বিশ্বা (লোকেশ) এবং এক বোন ঝিলিক (মিতালী চক্রবর্তী)। অবিনাশিশের স্বপ্ন ছিল তার দুই ভাই পুলিশ অফিসার হবে। অভিজিৎ মনীসার বোন নীলার (অর্পিতা) সাথে দেখা করেন। অবিনাশ প্রাক্তনের ছেলে মুন্নার (দেবরাজান) সংস্পর্শে আসেন। এসপি সেলিম আহমেদ (অভিষেক) এবং মুরারি কীভাবে সেলিমকে খুন করেছিল সে সম্পর্কে জানতে পারে। মহাবেদ সান্যাল (মৃণাল মুখার্জি) তার মেয়েকে পায়, ত্রিশা বিশ্বাকে বিয়ে করে এবং তাকে টাকা দেয়। অবিনাশ বিশ্বাকে নিয়ে জেলে গেল। এরই মধ্যে অভিজিৎ একজন পুলিশ অফিসার হয়ে আদর্শ নগরে পদায়ন করেন। জেলর (চিন্ময়) জনার্দন ঘোষের সহায়তায় অবিনাশ অন্য খলনায়কদের হত্যা করে। মুরারির গুণ্ডারা মনীষা ও ঝিলিককে অপহরণ করে। তারা সবাই মিলে মনীষা ও ঝিলিককে বাঁচিয়ে ভিলেনকে হত্যা করে।। (পোস্ট এর শেষে সিরিজটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে) (Inquilaab full movie download 720p)
মুভিটির নির্মাণ ব্যয় ও আয়
মুভিটি নির্মাণে খরচ হয়েছে 50 লক্ষ টাকা। মুভিটির বায় সংক্রান্ত কোনো তথ্য পরিচালক সঠিকভাবে বলেন নি। তাই আমরা ও জানাতে পারছি না। যদি পরবর্তীতে কোন তথ্য জানা যায় তবে তা আপনাদের জানিয়ে দেওয়া হবে। ইনক্লাব ফুল মুভি ডাউনলোড
ডাউনলোড বা দেখার নিয়ম
https://drive.google.com/file/d/10FvMr_vGjtT8roU1kCtBP4bA2Z-VhsSH/view
← এই .লিংকটি.কপি করে নিয়ে যেকোনো ব্রউজারে যেমনঃ- Chrome , UCbrowser ইত্যাদি তে সার্চ করলেই এই মুভিটি পেয়ে যাবেন ।।
No comments