বাজি মুভি ডাউনলোড লিংক || baazi full movie jeet
সম্প্রতি ‘শেষ বাজি’ সিনেমা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন অভিনেত্রী শিরিন শিলা। তিনি অভিযোগ করেন, সিনেমাটি পলিটিক্সের শিকার হয়েছে।
অভিনেত্রী আরও বলেন, ‘শেষ বাজি’ সিনেমা নিয়ে বাজি ধরতে চাই যে, এটি দর্শকদের খুবই ভালো লাগবে।
শিরিন শিলা বলেন, আগামী ১৯ তারিখ বাংলাদেশের দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। এরই মধ্যে বাইরের সিনেমাও একই দিনে মুক্তি দেয়া হচ্ছে। এ ধরনের পলিটিক্স করে ভালো সিনেমা দমানো যাবে না।
অভিনেত্রী যোগ করেন, বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা খারাপ, হলের সঙ্কট, সিনেমা খুবই কম মুক্তি পাচ্ছে। এরমধ্যে এমন ধরনের পলিটিক্স গ্রহণযোগ্য নয়। যখনই আমরা বড় বাজেটের একটি বড় সিনেমা নিয়ে আসি, তখনি আমদানিকৃত সিনেমা এর মধ্যে ঢুকিয়ে দেয়া হয়। বিষয়টি খুবই দুঃখজনক।
আরও পড়ুন: জয়ার পরে এবার ফারিণের ‘ফাতিমা’ ফজর উৎসবে
এর আগে গত বছরের ৩০ অক্টোবর সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে ‘শেষ বাজি’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার সিনেমা।


No comments