Header Ads

প্রচলিত_(গল্প-০৫_হাতবদল) ওয়েব সিরিজ ডাউনলোড করুন - procholito episode 5

 

পরিচালক আবিদ মল্লিক বলেন, 'কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। 'প্রচলিত' সিরিজের গল্পগুলোর ভাবনা এইভাবেই হাঁটতে, চলতে, কখনো মানুষের মুখে, কখনো পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সেই ভাবনাগুলোকেই সমসাময়িকতার চাদরে জড়িয়ে চেষ্টা করেছি এই সময়কে প্রতিফলিত করার।'

আজ থেকে প্রতি বৃহস্পতিবার একে একে মুক্তি পাবে চরকি অরিজিনাল সিরিজ 'প্রচলিত'। এই সিরিজটি পরিচালনা করেছেন মো. আবিদ মল্লিক। সিরিজটিতে মোট ৫টি পর্ব রয়েছে। আজ থেকে মুক্তি পাবে একটি করে নতুন পর্ব। রিংটোন (২৫ মিনিট), বিলাই (২৩ মিনিট), বেওয়ারিশ (২৬ মিনিট), কলিংবেল (২৯ মিনিট) ও হাতবদল (১৮ মিনিট) 

পুরো সিরিজটিতে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, আব্দুল্লাহ আল সেন্টু, বায়োজিদ হক জোয়ার্দার, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, ফারিন খান, রাফায়েতুল্লাহ সোহান, শাহানা রহমান সুমি, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষসহ অনেকেই।

ডাউনলোড বা দেখার নিয়ম 

 

https://moviwebseries.blogspot.com/2023/10/blog-post_20.html


 ← এই .লিংকটি.কপি করে নিয়ে যেকোনো ব্রউজারে যেমনঃ- Chrome , UCbrowser ইত্যাদি তে সার্চ করলেই এই মুভিটি পেয়ে যাবেন ।। 


No comments

Powered by Blogger.