রাজকুমার মুভি ডাউনলোড || rajkumar movie download Shakib Khan
অনেক আগে থেকেই ঘোষণা এসেছিল শাকিব খানের নতুন মুভি রাজকুমারের। ঘোষণা আসার পর থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথম শোতেই দেখব। অবশেষে ঈদুল ফিতর উপলক্ষে শাকিব খানের রাজকুমার মুভিটি মুক্তি পেয়েছে। যথারীতি আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম। প্রথম শোতেই আমি রাজকুমার মুভিটা দেখেছিলাম।
কেমন ছিল রাজকুমার
মুভির শুরুতে দর্শকদের মাঝে অনেক উত্তেজনা কাজ করছিল। কেনই বা উত্তেজনা কাজ করবে না। সুপারস্টার শাকিব খানের মুভি। অবশ্যই উত্তেজনা কাজ করা উচিত। আমিও খুব এক্সাইটেড ছিলাম। পুরো দুই ঘন্টা সময় অবাক হয়ে দেখেছি। এর আগে যখন প্রিয়তমা মুভিটা দেখেছিলাম তখন এতটা ফিলিং আমার মাঝে কাজ করেনি। শুধু আমি নয় হলে যতজন দর্শক ছিলেন সবাই এক্সাইটেড ছিলেন। যাইহোক, মুভিটা দেখা শেষ করে যখন বের হলাম, তখন সবার মাঝে এক অন্যরকম খুশি খুশি ভাব দেখতে পাচ্ছিলাম। আসলে সবাই সন্তুষ্ট ছিল এমন একটা কাহিনী ভরা মুভি দেখতে পেয়ে।
শাকিব খানের ভেরিফাইয়ের ফেসবুক পেজে বলেছিলেন রাজকুমার মুভিটা অন্য সব মুভি থেকে আলাদা। সত্যিই তাই। মানে এমন কাহিনী আমি আসলেই কোন মুভিতে দেখিনি, একদম ডিফারেন্ট। ভালোলাগার আরেক নাম যেন রাজকুমার।
আরেকটা বিষয় কি... এই মুভিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন আমেরিকার কোর্টনি কফি। একজন বিদেশি অভিনেত্রী এত সুন্দর ভাবে বাংলা সিনেমায় অভিনয় করেছে, যা সত্যিই প্রশংসনীয়। আমার মনে হয় না তিনি দর্শকের মন জয় করতে পারেননি। এতটাই অনবদ্য অভিনয় করেছেন তিনি। এর আগে প্রিয়তমা মুভিতে অভিনয় করার জন্য কলকাতার একজন নায়িকা, বাংলাদেশ যেমন প্রিয়তমা খেতাব পেয়েছিল। ঠিক তেমনি রাজকুমার মুভিতে কোর্টনি কফি সবার কাছে একটা প্রিয় ক্যারেক্টারে পরিণত হয়েছেন।
মুভিতে তিনটা গান ছিল। তিনটা গানই আমার কাছে অনেক জোস লেগেছে। প্রথম গানটা ছিল রাজকুমার তারপর আরেকটা ছিল বরবাদ এবং একটি ছিল আমি একাই রাজকুমার প্রতিটা গানের কথাই অনেক সুন্দর ছিল সুর অনেক ভালো ছিল শিল্পীর কন্ঠ অনেক সুন্দর লেগেছে।
ডাউনলোড বা দেখার নিয়ম
https://drive.google.com/file/d/1avgHPxUC-0wh0JgjxfaVzNW6CIhF5c_L/view?pli=1
← এই .লিংকটি.কপি করে নিয়ে যেকোনো ব্রউজারে যেমনঃ- Chrome , UCbrowser ইত্যাদি তে সার্চ করলেই এই মুভিটি পেয়ে যাবেন ।।
No comments